বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে চাকরি ২০১৯

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে চাকরি ২০১৯
পদ সংখ্যা ২০০০ জন
পদের নাম | শিক্ষাগত যোগ্যতা |
লাইন ক্রু লেভেল-১( চুক্তিভিত্তিক)- ২০০০ জন বেতনঃ২৫০০০/- | এসএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা সি জিপিএ ৪.০০ এর মধ্যে ২.০০ অথবা সি জি পি এ ৫.০০ এর মধ্যে ২.৫০ সহ উত্তীর্ণ হতে হবে ।বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ প্রার্থীদের প্রাধান্য দেওয়া হবে ।অবশ্যই শারীরিক উচ্চতা ন্যূনতম ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন নূন্যতম ১১০ পাউন্ড এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ন্যূনতম ১১০ পাউন্ড ৩০ ইঞ্চি এবং স্থিত অবস্থায় ন্যূনতম ৩২ ইঞ্চি হতে হবে। ৭ মিনিটে ১ মাইল মিনি ম্যারাথন দৌড় দিতে এবং প্যারালাল বার এ বিরতিহীনভাবে পরপর ন্যূনতম ৫ বার বুক পর্যন্ত ওঠানামায় সক্ষম হতে হবে। |
১। নির্ধারিত আবেদন ফরম (ফরম -১) বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এর ওয়েব সাইট www.reb.gov.bd অথবা সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসাইট হতে (সমিতির ওয়েব ঠিকানা সংশ্লিষ্ট সমিতি হতে সংগ্রহ করা যেতে পারে) ডাউনলোড করে সংগ্রহ করতে হবে (পুরণ যোগ্য প্রবেশ পত্র সহ ) আবেদন ফরম A4 সাইজের কাগজে হতে হবে ।
(২) নির্ধারিত আবেদন ফরম (ফরম -১) ব্যতীত অন্য কোন আবেদন ফরমে আবেদন করলে আবেদন বাতিল বলে গণ্য হবে এবং আবেদন ফরম টি আবেদনকারীকে স্বহস্তে পূরণ করতে হবে ।যদি কোন প্রার্থীর ক্ষেত্রে আবেদন পত্রের কোন অংশ প্রযোজ্য না হয় তাহলে সে ক্ষেত্রে প্রযোজ্য নয় উল্লেখ করতে হবে ।
(3) লাইন গুরু লেভেল -১ চুক্তিভিত্তিক পদে চাকরি তে যোগদানের সময় ১০০০০/- টাকা নিরাপত্তা জামানত হিসাবে জমা দিতে হবে যা সন্তোষজনক চুক্তি সমাপনান্তে সমিতি কর্তৃক নির্ধারিত হারে মুনাফা সহ ফেরত দেওয়া হবে। আবেদনপত্রের সঙ্গে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা এসএসসি/ সমমান পরীক্ষার মূল/ সাময়িক সনদপত্র (মার্কশিট/ প্রশংসা পত্র গ্রহণযোগ্য নয়), নাগরিকত্ব সনদ ২ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি এবং ১০০০০/-টাকা মূল্যের ক্রুডস পোস্টাল অর্ডার /পে অর্ডার/ ব্যাংক ড্রাফট সিনিয়র জেনারেল ম্যানেজার/ জেনারেল ম্যানেজার , (নিজ জেলার সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ সমিতি) এর অনুকূলে সংযুক্ত করতে হবে।পোস্টাল অর্ডার/ পে অর্ডার/ ব্যাংক ড্রাফট ব্যতীত আবেদন পত্র প্রেরণ করা হলে তা গ্রহণযোগ্য হবে না।
(৪) কেবলমাত্র শারীরিক যোগ্যতা উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তীতে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য ডাকা হবে।
(৫) নিয়োগপ্রাপ্ত চুক্তিভিত্তিক লাইন ক্রগন সর্বোচ্চ ৪৫ বছর বয়স পর্যন্ত চাকরি করতে পারবেন ।
(৬) শারীরিক পরীক্ষায় অংশগ্রহণের সময় শিক্ষাগত যোগ্যতার মূল কপি প্রদর্শন করতে হবে ।শারীরিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনকারীদের উপস্থিতির সময় তারিখ ও আবেদনপত্র উপস্থিতির স্থানসমূহ বিজ্ঞপ্তির বিস্তারিত www.reb.gov.bd দেখার জন্য অনুরোধ করা হলো। পবিস মানব সম্পদ পরিদপ্তর, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ,সদরদপ্তর ভবন ,নিকুঞ্জ-২খিলক্ষেত, ঢাকা -১২২৯।
I am sure this post has touched all the internet users, its really really good paragraph on building up new web site. https://Caferule.com
Very good information. Lucky me I ran across your blog by chance (StumbleUpon). I have bookmarked it for later!
Greetings from Idaho! I’m bored to death at work so I decided to browse your site on my iphone
during lunch break. I love the info you provide here and can’t wait to
take a look when I get home. I’m amazed at how quick your blog loaded on my cell phone ..
I’m not even using WIFI, just 3G .. Anyways, superb blog!
Hi there to all, how is all, I think every one is getting more from this web page, and your views are
nice designed for new visitors.
nice post.Carry on.