Govt Job

সেনাবাহিনীতে চাকরি | Bangladesh Army Job Circular 2019

সেনাবাহিনীতে সৈনিক পদে চাকরি | Bangladesh Army Job Circular 2019

পদ সংখ্যা-৭৪৬ জন 

                    পদের নাম                   শিক্ষাগত যোগ্যতা
ট্রেড এর পেশা সমূহঃ কুক (মেস) কুক (ইউনিট), কুক                     (হাসপাতাল ),  ইকুইপমেন্টএন্ডবুটরিপেয়ারার  (ইএন্ডবিআর)বাদক,ব্রাশব্যান্ড,কার্পেন্টার,পেইন্টারডেকোরেটর(পিডি), ,পেইন্টার ,কাটিং, এন্ড জয়নিং (সিএন্ডজে)এবংটেইলার। এস এস সি/সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ-২.৫০ পেয়ে উত্তীর্ণ ।তবে বিডি এবং পেইন্টার পেশার ক্ষেত্রে বিজ্ঞান বিভাগ হতে উত্তীর্ণ হতে হবে।

পেশা সমূহের যোগ্যতাঃ (ক) ক ‍ুক পেশায় যোগদানের আগ্রহী প্রার্থীদের কে উন্নত মানের রান্নায় পারদর্শী হতে হবে।

(খ) ইএন্ড বিয়ার পেশায় যোগদান এ আগ্রহী প্রার্থীদেরকে বোর্ড মেরামত/ সেলাই এ পারদর্শী                                                                হতে হবে।

(গ) টেইলার পেশায় যোগদানের আগ্রহী প্রার্থীদেরকে সেলাই এর উপর ন্যূনতম  ৩ মাসের                                                                   প্রশিক্ষণ থাকতে হবে, বিশেষ

করে তাদেরকে শার্ট ও প্যান্ট সেলাই এ ও পারদর্শী হতে হবে।

(ঘ) কার্পেন্টার/এন্ড যে পেশায় যোগদানের আগ্রহী প্রার্থীদেরকে কাঠমিস্ত্রি কাজে পারদর্শী হতে                                                                  হবে।

(ঙ) পিডি/ পেইন্টার পেশায় যোগদান এ আগ্রহী প্রার্থীদেরকে পেইন্টিং কাজের উপর পারদর্শী                                                            হতে হবে।

(চ) বাদক/ব্রাস ব্যান্ড পেশার ক্ষেত্রে বিভিন্ন বাদ্যযন্ত্র (ড্রাম, বিবি  ক্লারিনেট,ইবি ক্লারিনেট,বিবি                                                                  ট্রাম্পেট ইত্যাদি) পারদর্শী প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।

 

(১) শারীরিক মানপুরুষ মহিলা: পুরুষ:  উচ্চতা (ন্যূনতম):১.৬৮ মিটার (৫ফুট ৬ ইঞ্চি)। বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী  ও সম্প্রদায়ের জন্য ১.৬৩ মিটার (৫ফুট ৪ ইঞ্চি)। ওজন (নূন্যতম):৪৯.৯০ কেজি (১১০পাউন্ড)। বুক (নূন্যতম): স্বাভাবিক ০.৭৬ মিটার(৩০ ইঞ্চি) স্পীড ০.৮১ মিটার (৩২ ইঞ্চি)

মহিলা:  (ন্যূনতম):১.৬০ মিটার (৫ফুট ৩ ইঞ্চি)। বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী  ও সম্প্রদায়ের জন্য ১.৫৬ মিটার (৫ফুট ১ ইঞ্চি)। ওজন (নূন্যতম):৪৭ কেজি (১০৪ পাউন্ড)। বুক (নূন্যতম): স্বাভাবিক ০.৭১ মিটার(২৮ ইঞ্চি) স্পীড ০.৭৬ মিটার (৩০ ইঞ্চি) (ন্যূনতম):১.৬৮ মিটার (৫ফুট ৬ ইঞ্চি)। বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী  ও সম্প্রদায়ের জন্য ১.৬৩ মিটার (৫ফুট ৪ ইঞ্চি)। ওজন (নূন্যতম):৪৯.৯০ কেজি (১১০পাউন্ড)। বুক (নূন্যতম): স্বাভাবিক ০.৭৬ মিটার(৩০ ইঞ্চি) স্বাস্থ্য পরীক্ষাঃস্বাস্থ্য পরীক্ষায় যোগ্য।  

বয়স: ২১/০৭/২০১৯ ইং তারিখে ১৭-২০ বছর ।এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

বৈবাহিক অবস্থাঃ অবিবাহিত (তালাকপ্রাপ্ত)

সাঁতার :সাঁতার জানা আবশ্যক( ন্যূনতম ৫০ মিটার)।

(২) ভর্তির সময় নিম্নবর্ণিত সনদপত্র/ ছবি /পে অর্ডার /ব্যাংক ড্রাফট/ লেখার সামগ্রী অবশ্যই সঙ্গে আনতে হবে।

(ক) শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র /Academic Transcript (মার্কশীট। ফটোকপি হলে সত্যায়িত হতে হবে।তবে পরবর্তীতে মূল সনদপত্র প্রদর্শন করতে হবে।

(খ) সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক দেওয়া স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ সম্বলিত প্রশংসাপত্র।

(গ) অভিভাবকের সম্মতিসূচক সনদপত্র যা সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত হতে হবে।

(ঘ) এস এস সি /এইচ এস সি পরীক্ষার প্রবেশপত্র।

 

(ঙ) সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক দেওয়া জন্মসূত্রে নাগরিকত্ব ও চারিত্রিক সনদ পত্রের মূল কপি।

(চ) টেইলার পেশায় যোগদানের আগ্রহী প্রার্থীদের সেলাই সংক্রান্ত প্রশিক্ষণ সনদ পত্র।

(ছ) সদ্য তোলা পাসপোর্ট সাইজের (৫ সে:মি: x৪ সে:মি:) ৬ কপি এবং স্ট্যাম্প সাইজের (২.৫সে:মি: x২ সে:মি:) ২ কপি ছবি। ছবির পটভূমি নীল/ আকাশী রংয়ের, পরিধেয় পোষাক হালকা রং এবং সত্যায়িত হতে হবে।

(জ) সেনাসদর, এজির শাখা, পিএ পরিদপ্তর এর নামে ট্রাস্ট ব্যাংক লিমিটেড, প্রিন্সিপাল শাখা এর অনুকূলে ট্রাস্ট ব্যাংক এর যে কোন শাখা হতে ২০০/-টাকা পে অর্ডার/ব্যাংক ড্রাফট।

(ঝ) সাঁতার পরীক্ষা দেওয়ার জন্য প্রয়োজনীয় পোশাক।

(ঞ) লিখিত পরীক্ষা দেওয়ার জন্য কলম, পেন্সিল ,স্কেল ,কীবোর্ড ইত্যাদি।

(ট) উপজাতিদের ক্ষেত্রে, উপজাতি প্রমাণ স্বরূপ তাদের রাজা/ উপজাতি প্রধান/ সিটি কর্পোরেশন/ ইউপি চেয়ারম্যানের সনদপত্র।

(৩) নির্বাচন পদ্ধতিঃ লিখিত পরীক্ষা (বাংলা, ইংরেজী, গণিত ও সাধারণ জ্ঞান ),স্বাস্থ্য পরীক্ষা ও ব্যবহারিক সাক্ষাতকারের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে।

(৪) জেলার নাম কোটা, ট্রেড, ভর্তি পরীক্ষার স্থান, তারিখ সময় ঃনিম্নবর্ণিত আর্মস/সার্ভিসেস সেন্টার সমূহের নামের সামনে উল্লেখিত তারিখ, জেলা ও গ্রেড অনুযায়ী সকাল ০৮০০ ঘটিকা হতে সৈনিক পদে ( ট্রেড ২ তে) লোক ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে।

Bangladesh Army Job Circular 2019. All Govt Job Circular

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close