BRTC Job circular 2019 for 605 vacancies

BRTC Job circular 2019 | Bangladesh Road Transport Corporation
পদের সংখ্যা- 605 জন
পদের নাম | শিক্ষাগত যোগ্যতা |
বাস /ট্রাক চালক (অপারেটর গ্রেড-সি )-605 জন বেতন: 9300-22490/- | অষ্টম শ্রেণী পাস ।বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ি চালনায় কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্রাথমিকভাবে নির্বাচিত হওয়ার পর তাকে বিআরটিসি কেন্দ্রীয় প্রশিক্ষণ ইনস্টিটিউট গাজীপুর থেকে ভারী যান চালনার উপর কমপক্ষে 15 দিনের প্রশিক্ষণ গ্রহণ করতে হবে ।বিধি মোতাবেক হেভি ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় অংশগ্রহণ করে উর্ত্তীন্ন হতে হবে। |
বিআরটিসিতে যারা নিয়োগ পাবেন তাদেরকে বাধ্যতামূলকভাবে বিআরটিসিতে 10 বছর চাকরি করতে হবে। পরিযান বিধি এবং মহাসড়ক সম্পর্কে অবশ্যই জ্ঞান থাকতে হবে। কোন তদবির প্রার্থীর অযোগ্যতা বিবেচিত হবে।
নিম্নোক্ত জেলা সমূহের অধিবাসীদের আবেদন করার প্রয়োজন নেইঃ বরিশাল,পটুয়াখালী,গোপালগঞ্জ,ফরিদপুর,রাজবাড়ী ,মাদারীপুর,নড়াইল,মাগুরা ও ঝালকাঠি।
BRTC Job circular 2019
1। আবেদনপত্র আগামী 15/04/2019 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে অফিস চলাকালীন চেয়ারম্যান,বি আর টি সি 21 রাজউক এভিনিউ ঢাকা -1000 দপ্তরে ডাকযোগে/কুরিয়ার সার্ভিসের প্রধান পৌঁছাতে হবে। 2। বয়স 20/03/2019 তারিখে অনূর্ধ্ব 32 বছর। আবেদনপত্রের প্রার্থীর নাম পিতা ও মাতার নাম স্থায়ী ও বর্তমান ঠিকানা(মোবাইল/ফোন নম্বর উল্লেখ সহ) জন্মতারিখ,শিক্ষাগত যোগ্যতা,জাতীয় পরিচয় পত্রের অথবা জন্ম নিবন্ধন সনদের নম্বর সহ ও স্বাক্ষর সহ নিম্নলিখিত কাগজপত্রাদি সংযুক্ত করতে হবে। (ক) সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি (খ) জাতীয় পরিচয় পত্রের বা জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত ফটোকপি (গ) শিক্ষাগত যোগ্যতা যোগ্যতা ফটোকপি(ঘ) আবেদনকারীর ড্রাইভিং লাইসেন্স এর দুই কপি সত্যায়িত ফটোকপি। (ঙ) নাগরিক সনদপত্র সত্যায়িত ফটোকপি(চ) চেয়ারম্যান বিআরটিসি পরিবহন 21,রাজউক এভিনিউ ঢাকা 1000 বরাবরে যে কোন বাণিজ্যিক ব্যাংক হতে 105/-টাকার ব্যাংক ড্রাফ্ট/পে-অর্ডার (অফেরতযোগ্য) সংযুক্ত করতে হবে (ছ) প্রার্থী মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা অথবা পুত্র-কন্যার পুত্র-কন্যা হলে আবেদন উল্লেখসহ ওই মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধার/ সার্টিফিকেট এর সত্যায়িত কপি, সংশ্লিষ্ট মুক্তিযোদ্ধার জন্ম তারিখ এর প্রমাণ পত্র, মুক্তিবার্তা, গেজেটেড কপিটা যথাযথ উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত সনদ পত্রের সত্যায়িত কপি দাখিল করতে হবে। মুক্তিযোদ্ধার সাথে সম্পর্ক প্রমাণ উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত প্রত্যয়ন আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। অন্যান্য কোটায় আবেদন করলে আবেদনপত্রের সাথে প্রয়োজনীয় প্রমাণাদি উল্লেখ করতে হবে। আবেদন ও সংযুক্ত কাগজের ফটোকপি গ্রহণযোগ্য হবে না। (3) সরকার কর্তৃক নির্ধারিত কোটা ও যাবতীয় বিধি-বিধান অনুসরণ করা হবে আবেদনপত্রের খামের উপর পদের নাম, প্রার্থীর নিজ জেলার নাম এবং মুক্তিযোদ্ধা বা অন্যান্য কোটায় আবেদন করলে তা উল্লেখ করতে হবে।
BRTC Job circular 2019